চীনে ৮৩২টি দরিদ্র জেলায় অনলাইন বাণিজ্যের নেটওয়ার্ক চালু
  2020-10-27 16:27:27  cri

অক্টোবর ২৭: চীনের অনলাইন বাণিজ্যের নেটওয়ার্ক ইতোমধ্যেই গোটা দেশের ৮৩২টি দরিদ্র জেলায় চালু হয়েছে। এভাবেই গ্রামাঞ্চলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্যের খুচরা বিক্রি ২০১৪ সালের ১৮০ বিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ২০১৯ সালে ১.৭ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। সম্প্রতি চীনের কুই চৌ প্রদেশের কুই ইয়াং শহরে আয়োজিত 'চীনের সাইবার দারিদ্র্যমোচন এবং ডিজিটাল গ্রামীণ উন্নয়ন' সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে চীনের গ্রামাঞ্চলে অপটিক্যাল ফাইবার কাজে লাগানোর হার অতীতের ৭০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে। গোটা চীনে মাধ্যমিক স্কুল ও স্কুলের শিক্ষাদানে ইন্টারনেট কাজে লাগানোর হার ২০১৬ সালের শেষ দিকের ৭৯.২ শতাংশ থেকে বেড়ে ২০২০ সালের অগাস্ট মাসে ৯৮.৭ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি, চিকিত্সা ক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকাও উল্লেখযোগ্য বেড়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040