আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
  2020-10-27 15:30:17  cri
অক্টোবর ২৭: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (সোমবার) জানান, কেবল আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে মহামারী, জলবায়ু পরিবর্তন ও সহিংসতার প্রবণতা রোধ করা সম্ভব। গতকাল (সোমবার) জেনিভায় '৭৫তম জাতিসংঘ দিবস' উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল বিশ্বের সমন্বয় জোরদারের জন্য। বর্তমানে জাতিসংঘ বৈশ্বিক সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে জাতিসংঘের দায়িত্ব আগের যে কোন সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু সহযোগিতার মাধ্যমে সংঘর্ষ বন্ধ করা যায়, টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা যায় এবং মানবাধিকার ও পৃথিবী রক্ষা করা যায়।

৭৫তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভোলকান বোজকির বলেন, সারা বিশ্বে প্রতি মুহূর্তে হাজার হাজার জাতিসংঘ কর্মী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বর্তমান সঙ্কটের সময় জাতিসংঘের কর্মীদের গুরুত্ব বোঝা যাচ্ছে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040