মহামারী নিয়ে রাজনীতি করলে আরো বেশি মানুষ প্রাণ হারাবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-10-27 15:29:33  cri

অক্টোবর ২৭: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস গতকাল (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত সপ্তাহে করোনাভাইরাসের প্রতিবেদনে দেখা গেছে, আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় আইসিইউ ইউনিটে নতুন রোগী ভর্তির স্থান নেই। দেশের শীর্ষনেতারা দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিলে ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু মহামারী নিয়ে রাজনীতিকরণ করলে আরো বেশি মানুষ প্রাণ হারবে।

তিনি বলেন, যেসব দেশে রাজনৈতিক মতভেদ আছে, তারা যদি বিজ্ঞানী ও চিকিত্সকদের মতামত না শোনে, তাহলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তাই আমি মহামারী নিয়ে রাজনীতিকরণের বিরোধিতা করি।

মহাপরিচালক আরো বলেন, বর্তমানে ইউরোপে খুব দ্রুত ভাইরাসের সংক্রমণ হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রতিরোধব্যবস্থা গ্রহণ করতে হবে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040