চীন-পাক অর্থনৈতিক করিডোরের লাহোর রেলপথের 'অরেঞ্জ লাইন' আনুষ্ঠানিকভাবে চালু
  2020-10-27 10:57:34  cri

অক্টোবর ২৬: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের লাহোর রেলপথের 'অরেঞ্জ লাইন' গতকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। লাহোর ও বেইজিং থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করেছে।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী সরদার উসমান বুজদার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, অরেঞ্জ লাইন বর্তমানে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উন্নত শহরগুলোর যোগাযোগ প্রকল্পের অন্যতম। এ লাইন চালু হওয়ায় লাহোরে শহরায়নের মান উন্নত হবে। এতে লাহোরবাসী আধুনিক কার্যকর পরিবেশ-সহায়ক ও নিরাপদ পরিবহন উপভোগ করতে পারবে।

জানা গেছে, 'অরেঞ্জ লাইন প্রকল্পে' স্থানীয় সাত সহস্রাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। লাইনটি পরিপূর্ণভাবে চালু হলে আরো দুই সহস্রাধিক কর্মসংস্থানের সৃষ্টি হবে। ১.৬ বিলিয়ন ডলার মূল্যের এ প্রকল্পের কাজ ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়। প্রকল্পে চীনের প্রযুক্তি, সাজসরঞ্জাম ব্যবহার করা হয়েছে এবং চীনা মানদণ্ড অনুসরণ করা হয়েছে।

অরেঞ্জ লাইনের মোট দৈর্ঘ্য ২৫.৫৮ কিলোমিটার। এ লাইনে মোট ২৬টি স্টেশন আছে; এর মধ্যে ২টি ভূগর্ভস্থ। প্রতিদিন আড়াই লাখ মানুষ এ লাইন দিয়ে যাতায়াত করতে পারবে। পরবর্তীতে এ পথে দৈনিক যাত্রীর সংখ্যা ৫ লাখে উন্নীত হবে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040