সিনচিয়াংয়ে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্যবিমোচন কার্যক্রম অব্যাহত
  2020-10-26 19:53:19  cri
অক্টোবর ২৬: কর্মসংস্থান হল জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ। চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলেও এই গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় ও কেন্দ্রীয় সরকার। সেখানে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্যবিমোচন কার্যক্রম অব্যাহত আছে। এর মাধ্যমে বিভিন্ন জাতির জনগণের জীবনযাত্রার মানও অনেক উন্নত হয়েছে। সম্প্রতি চীনের সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটি অফ পলিটিকাল সায়েন্স অ্যান্ড ল-এর এক জরিপে এ তথ্য উঠে আসে।

জরিপে ফলাফল প্রকাশকালে বলা হয়, চীন সরকারের দারিদ্র্যবিমোচন কার্যক্রম আসলে জাতিসংঘের সংশ্লিষ্ট লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সিনচিয়াংয়ের ব্যবস্থাগুলো আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গেও সংগতিপূর্ণ। এসব ব্যবস্থা সিনচিয়াংয়ের দারিদ্র্যবিমোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সংসদের কোনো কোনো সদস্য 'উইগুরদের বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ আইন' উত্থাপন করেন। তাঁরা মনে করেন, চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের 'প্রশিক্ষণ কেন্দ্র', তথা গোটা চীনে বিভিন্ন সংস্থায় উইগুর জাতির মানুষকে শ্রম দিতে বাধ্য করা হচ্ছে। বলা বাহুল্য, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীন বরাবরই জনগণের জীবনের অধিকার ও উন্নয়নের অধিকারকে প্রথম স্থানে রাখতে আগ্রহী। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040