চীনের শান'সি প্রদেশের ইয়াং লিং শহরে ২৭তম কৃষি ও হাই-টেক অ্যাচিভমেন্টস এক্সপো অনুষ্ঠিত
  2020-10-26 18:55:57  cri

অক্টোবর ২৬: চীনের শান'সি প্রদেশের ইয়াং লিং শহরে ৫ দিনব্যাপী ২৭তম কৃষি ও হাই-টেক অ্যাচিভমেন্টস এক্সপো আজ (সোমবার) শেষ হয়েছে।

মেলায় ৯ হাজারেরও বেশি দেশী-বিদেশী কৃষি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য এবং উন্নত ব্যবহারিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। ১৫ লাখ মানুষ এই প্রদর্শনী দেখেন। বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদল এবারের মেলায় অংশ নেন। এতে স্বাক্ষরিত পুঁজি বিনিয়োগ চুক্তির মোট মূল্য ১১০ বিলিয়ন ইউয়ান।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল: 'বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনের নেতৃত্বে উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেওয়া'। গত ২২ অক্টোবর মেলার উদ্বোধন হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040