সিনচিয়াং সফরশেষে আরব দেশের কূটনীতিকদের ইতিবাচক মন্তব্য
  2020-10-26 18:55:26  cri

অক্টোবর ২৬: ১৯ থেকে ২২ অক্টোবর চীনে ২০টি আরব দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সিনচিয়াং সফর করেন। আজ (সোমবার) অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এই সফরের পরিচয় তুলে ধরেন।

মুখপাত্র বলেন, প্রতিনিধিদল স্থানীয় কোম্পানি, স্কুল, দারিদ্র্যবিমোচন প্রকল্প ও গ্রামাঞ্চল ঘুরে দেখেছেন; স্থানীয় মানুষের সঙ্গে সামাজিক স্থিতিশীলতা, জাতীয় সমতা, জনজীবন ও অর্থনীতির উন্নয়ন নিয়ে কথা বলেছেন। প্রতিনিধিরা ইসলামিক স্কুল, মসজিদে গিয়ে সেখানকার ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রচেষ্টা উপলব্ধি করেছেন। প্রতিনিধিরা সিনচিয়াংয়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতির প্রশংসা করেছেন। তারা বলেন, চীন ও সিনচিয়াংয়ের মানবাধিকার অবস্থা সম্পর্কে বিদেশি প্রচারণা একেবারে ভিত্তিহীন। তারা মনে করেন, অন্যান্য দেশ সিনচিয়াংয়ের সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন করার অভিজ্ঞতা থেকে শিখতে পারে।

চাও লি চিয়ান আরও বলেন, শোনার চেয়ে নিজের চোখে দেখা আরো ভালো, ন্যায়নীতিবোধ সবার মাঝেই থাকা উচিত। চীন আরব ও ইসলামিক দেশসহ বিভিন্ন দেশের বন্ধুদের সিনচিয়াংয়ে স্বাগত জানায়। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040