সিনচিয়াংয়ের 'আলাশান' বন্দরে রপ্তানি-প্যাকেজের সংখ্যা ৪ কোটি ২০ লক্ষাধিক
  2020-10-26 18:29:32  cri

অক্টোবর ২৬: আজ (সোমবার) সিনচিয়াংয়ের 'আলাশান' বন্দরে আন্তঃদেশীয় ইলেক্ট্রোনিক পণ্য বিভাগের কর্মীরা কুয়াংচৌ ও ইউসহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্যাকেজ গ্রহণ করেন। এসব প্যাকেজ শুল্ক বিভাগের তত্ত্বাবধানে ইতালি ও জার্মানিতে পাঠানো হবে।

শুল্ক বিভাগে চেকআপ কার্যকারিতা বাড়ানোর সঙ্গে সঙ্গে এ বছর থেকে 'আলাশান' বন্দরে আন্তঃদেশীয় ইলেক্ট্রোনিক পণ্যের রপ্তানি-প্যাকেজের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এদিন পর্যন্ত, এই বন্দরে আন্তঃদেশীয় ইলেক্ট্রোনিক পণ্যের প্যাকেজের সংখ্যা ছিল ৪ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৬ শ'। এর মোট মূল ১০০ কোটি ইউয়ানের বেশি।

বর্তমানে বৈশ্বিক প্রধান ইলেক্ট্রোনিক পণ্য প্ল্যাটফর্ম আলিবাবা, আমাজন, ইবে, উইশসহ সবাই 'আলাশান' বন্দরের আন্তঃদেশীয় ইলেক্ট্রোনিক পণ্য পাঠানোর ব্যবস্থা কাজে লাগাচ্ছে। এই ব্যবস্থায় জড়িত চীনা অভ্যন্তরীণ আন্তঃদেশীয় ইলেক্ট্রোনিক পণ্যসংক্রান্ত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ লাখেরও বেশি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040