বলিভিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টকে সি চিন পিংয়ের অভিনন্দনবার্তা
  2020-10-26 18:28:50  cri

অক্টোবর ২৬: দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় আজ (সোমবার) বলিভিয়ার লুইস আলবের্তো আরসে-কে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, "চীন ও বলিভিয়া হচ্ছে পরস্পরের ভাল বন্ধু ও ভাল অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বলিভিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। দু'দেশের বাস্তব সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে, ২০১৮ সালে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বিনিময় ও সহযোগিতা ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে। এতে দু'পক্ষের জন্যই বাস্তব কল্যাণ সৃষ্টি হয়েছে। চীন ও বলিভিয়ার সম্পর্কের ওপর গুরুত্বারোপ করি আমি। আপনার সঙ্গে একসঙ্গে চীন ও বলিভিয়ার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ ও জোরদার করতে কাজ করতে চাই। আপনার নেতৃত্বে বলিভিয়ার সরকার ও জনগণ আরও বেশি নতুন ও বিশাল সাফল্য অর্জন করবে বলে আমি আশা করি।" (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040