চীনে প্রথম ভূগর্ভস্থ শিল্ড টানেলের নির্মাণকাজ শুরু
  2020-10-26 18:28:09  cri

অক্টোবর ২৬: শিল্ড টানেল চীনে আগেও ব্যবহৃত হয়েছে। তবে এই বারই প্রথম মাটির নিচে শিল্ড টানেলের নির্মাণকাজ শুরু হলো। আজ (সোমবার) চীনের রেলপথসংক্রান্ত ১৪তম ব্যুরোর সহায়তায় সুচৌ শহরের 'থুং চিং' টানেলের খননকাজ শুরু হয়।

প্রকল্পের প্রধান ওয়াং সিয়াও ছিউং বলেন, এই টানেল হবে শহরের একটি প্রধান চ্যানেল। এখানে গাড়ির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৬০ কিলোমিটার। টানেলের উপরে-নিচে দুটি ধাপ থাকবে। উপরের ধাপে গাড়ি চলবে এবং নিচের ধাপে মানুষের হাঁটার রাস্তা ও পাইপলাইন বসবে।

টানেলের ঠিক উপর দিয়ে দ্রুতগতির ট্রেন চলাচল করে। তাই টানেলের খননকাজ আরও বেশি চ্যালেঞ্জিং। কাজটা কঠিন হবে বলে জানান এই প্রকল্পের প্রধান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040