নাগরনো-কারাবাখে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধবিরতি কার্যকর
  2020-10-26 17:08:39  cri

অক্টোবর ২৬: বিতর্কিত নাগরনো-কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নতুন দফা যুদ্ধবিরতি স্থানীয় সময় ২৬ অক্টোবর সকাল ৮টায় কার্যকর হয়। গতকাল (রোববার) যুক্তরাষ্ট্র, আর্মেনিয়া ও আজারবাইজান এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী ২৪ অক্টোবর আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এতে তারা এর আগে পৌঁছানো যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে একমত হয়েছেন।

জানা গেছে, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মিনস্ক গ্রুপের প্রতিনিধি ২৯ অক্টোবর আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের সঙ্গে জেনিভায়ে বৈঠক করবেন। তারা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, নাগরনো-কারাবাখ আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে, অঞ্চলটিতে জাতিগত আর্মেনীয়দের সংখ্যা বেশি। অঞ্চলটি নিয়ে দু'দেশের মধ্যে বিরোধ চলছে দীর্ঘকাল ধরে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040