প্রসঙ্গ: তৃতীয় আমদানি মেলায় অংশগ্রহণের জন্য ৮৭ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য চীনে প্রবেশ করেছে
  2020-10-26 15:34:35  cri

অক্টোবর ২৬: 'তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা' আগামী নভেম্বর মাসের শুরুতে চীনের শাংহাই শহরে অনুষ্ঠিত হবে। চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন গতকাল (রোববার) বেইজিংয়ে জানায়, শাংহাই শুল্ক বিভাগ সক্রিয়ভাবে 'তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায়' প্রদর্শন সামগ্রী সুবিন্যাস ও আপডেট জোরদার করেছে। প্রথমবারের মতো প্রদর্শনী সামগ্রীগুলো 'কাগজপত্র-মুক্ত ছাড়্‌ প্রদানের' মাধ্যমে চীনে প্রবেশ বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া অনলাইন ও অফলাইন প্রদর্শনীর যোগাযোগ ব্যবস্থাও বাড়ানো হয়েছে। বর্তমানে ৮৭ লাখ মার্কিন ডলার মূল্যের প্রদর্শনী সামগ্রী শুল্ক বিভাগের কার্যক্রম শেষ করে চীনে প্রবেশ করেছে। এখন শুনুন বিস্তারিত রিপোর্ট।

চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের বন্দর তত্ত্বাবধান বিভাগের প্রধান ওয়াং জুন এদিন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান, চীন আন্তর্জাতিক আমদানি মেলা আরও ভালোভাবে আয়োজন নিশ্চিত করতে রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন আগের দুটি আমদানি মেলার শুল্ক বিভাগের কার্যক্রম সহজ করেছে। এর ভিত্তিতে তৃতীয় আমদানি মেলার আয়োজক পক্ষ এবং অংশগ্রহণকারী পক্ষের চাহিদা অনুযায়ী, সমর্থন ব্যবস্থা সুবিন্যাস ও উদ্ভাবন করা হয়েছে। শুল্কমুক্ত এলাকা অথবা বন্ডেড এলাকা প্রদর্শন, প্রদর্শনীর স্বাভাবিকিকরণের ভিত্তিতে আন্তর্জাতিক ই-কমার্স ব্যবসায় আরো বেশি সমর্থন দেওয়া হবে।

ওয়াং জুন জানান,

প্রদর্শনী সামগ্রীগুলো আন্তর্জাতিক ই-কমার্স খুচরা বিক্রির তালিকাভুক্ত আমদানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এসব সামগ্রী ও পণ্য প্রদর্শনীর পর শুল্ক বিভাগের বিশেষ তত্ত্বাবধান এলাকা বা শুল্কমুক্ত লজিস্টিক্সের কেন্দ্রে স্থানান্তরিত হবে। যেসব পণ্য নির্দিষ্ট শর্ত পূরণ করে, সেসব পণ্য আন্তর্জাতিক ই-কমার্স অনলাইনে খুচরা বিক্রির শুল্কমুক্ত পণ্য বিক্রির ব্যবস্থা অনুযায়ী বিক্রি করা হবে, যাতে প্রদর্শনীযোগ্য পণ্য বিক্রি করা যায় এবং আমদানি মেলার ভূমিকা আরো বাড়ানো যায়।

করোনাভাইরাসের মহামারি প্রতিরোধের নিয়ম অনুসারে, নিরাপত্তা ও ঝুঁকি নিয়ন্ত্রণ জোরদার করার জন্য সঙ্গনিরোধ ছাড়া প্রবেশের অনুমোদন না-পাওয়া প্রাণী ও উদ্ভিজ্জ পণ্য এবং খাদ্য প্রদর্শনীতে অংশ নেওয়ার কার্যপ্রণালী প্রক্রিয়া বাতিল করেছে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন। যেসব পণ্য প্রবেশের অনুমোদন পেয়েছে, সেসব পণ্য যাচাইয়ের বিস্তারিত প্রক্রিয়া করবে শাংহাইয়ের শুল্ক বিভাগ ও কাছাকাছি শুল্ক বিভাগ।

তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা প্রধানত অফলাইনে অনুষ্ঠিত হবে। প্রদর্শনী এলাকার আয়তন আগের দুটি মেলার চেয়ে আরো বড় হবে। প্রদর্শনী স্টোরের ব্যবস্থাপনা আরো সুবিধাজনক করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধের ব্যবস্থা নিয়মিত ও স্বাভাবিক রাখার পাশাপাশি 'কাগজপত্র ছাড়া' প্রদর্শনী পণ্য চীনে প্রবেশের প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। যাতে সংশ্লিষ্ট শিল্প-প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি সুবিধা দেয়া যায়।

বর্তমানে তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলায় ৮৭ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য চীনের শুল্ক বিভাগের প্রক্রিয়া শেষ করে চীনে প্রবেশ করেছে। শাংহাই শুল্ক বিভাগের বন্দর তত্ত্বাবধান বিভাগের উপ-পরিচালক চৌ হাই জানান,

২৩ অক্টোবর পর্যন্ত, প্রদর্শনী পণ্যের ২০১ দফার কার্গো শুল্ক বিভাগে ছাড়ের জন্য আবেদন করেছে । যার মোট আর্থিক মূল্য ৮৭.৭৭ লাখ মার্কিন ডলার। আমদানি মেলার কিছু প্রদর্শনী পণ্য সাধারণ বাণিজ্যিক আমদানির মাধ্যমে আগেই চীনে প্রবেশ করেইল, যা মেলায় দেখানো হবে। অন্যান্য পণ্য অস্থায়ীভাবে আমদানির মাধ্যমে চীনে প্রবেশ করেছে; যা বিশেষ করে আমদানি মেলার জন্য। আরো এক সপ্তাহ পর আমদানি মেলার উদ্বোধন করা হবে। এ সময়ের মধ্যে পণ্যের পরিমাণ আরো বাড়বে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040