সিরীয় শরণার্থী ইস্যুতে আলোচনার জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে সিরিয়া
  2020-10-26 15:19:17  cri
অক্টোবর ২৬: সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লিম গতকাল (রোববার) জানান, সিরীয় শরণার্থীদের প্রত্যাবর্তনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য নভেম্বর মাসে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে।

জাতিসংঘ মহাসচিবের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত গিল পিটারসন গত ২৪ অক্টোবর সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। এদিন দামেস্কে পিটারসনের সঙ্গে সাক্ষাত্কালে মুয়াল্লিম বলেন, সিরীয় সরকার ১১ ও ১২ নভেম্বর সিরীয় শরণার্থী ইস্যুতে ওই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সিরিয়ান শরণার্থীদের তাদের মাতৃভূমিতে ফিরে আসতে বাধা দেওয়া ও মানবিক ইস্যু নিয়ে রাজনৈতিকীকরণ বন্ধে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছেন।

সাক্ষাতের পর পিটারসন বলেন, দু'পক্ষ সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নং প্রস্তাবের ব্যাপক আলোচনা করেছেন। তিনি আশা করেন, এ বৈঠক এবং পরবর্তীতে সিরিয়ার বিরোধীদলের বৈঠক একটি 'নতুন সূচনা'।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040