অক্টোবর ২৬: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গতকাল (রোববার) বিকেলে বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে।
জানা গেছে, কোয়েটা জালগানজি জেলার একটি বাজারে বোমার বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরক ডিভাইসটি মোটরসাইকেলে রাখা ছিল এবং দূর নিয়ন্ত্রণের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে একটি গাড়ি ও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের পর পাক নিরাপত্তা বাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও তদন্ত চালায়। ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে এবং আহতদের কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও ব্যক্তি বা সংস্থা বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)