ইসরাইলে বড় আকারের সামরিক মহড়া অনুষ্ঠিত
  2020-10-26 13:42:00  cri

অক্টোবর ২৬: ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী গতকাল (রোববার) এক বিবৃতিতে জানায়, ইসরাইলি বাহিনী গত রোববার থেকে 'লেথল এরো' নামক বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে। এ মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এ সামরিক মহড়ার প্রধান লক্ষ্য হলো 'ইসরাইলের সব বাহিনীর আক্রমণের সামর্থ্য বাড়ানো'। ইসরাইলের নৌবাহিনী, স্থলবাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রযুক্তি বিভাগ ও লজিস্টিক্স বিভাগ এ মহড়ায় অংশগ্রহণ করেছে।

ইসরাইলি বাহিনীর প্রধান আভিভ কোহাভি জানান, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পরিস্থিতি এখন স্পর্শকাতর ও দুর্বল রয়েছে, সংঘর্ষে জড়ানোর আশঙ্কা বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় তারা এমন মহড়ার আয়োজন করছে। মহড়ায় ইসরাইলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের অনুশীলন করা হচ্ছে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040