আফ্রিকায় মহামারী প্রতিরোধে সুস্পষ্ট সাফল্য অর্জিত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-10-26 13:38:11  cri
অক্টোবর ২৬: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস সম্প্রতি জানান, বিশ্বে মহামারী বৃদ্ধির প্রেক্ষাপটে আফ্রিকায় রোগী বৃদ্ধির হার কমে আসছে। বর্তমানে আফ্রিকায় মহামারী প্রতিরোধ ব্যবস্থার ইতিবাচক মূল্যায়ন করা যায়। হু'র আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতশিদিসো মোয়তি জানান, মহামারী শুরু হলে অনেকে উদ্বিগ্ন হয়ে বলেছিল, আফ্রিকায় আক্রান্তের সংখ্যা খুব দ্রুত বাড়বে, কিন্তু তা হয়নি।

তথ্যে দেখা যায়, আফ্রিকায় পরীক্ষা, প্রতিরোধ ও চিকিত্সা ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় এ ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। গত ফেব্রুয়ারিতে আফ্রিকায় শুধু দক্ষিণ আফ্রিকা ও সেনেগালের দুটি গবেষণাগারে ভাইরাসের নিউক্লিক এসিড পরীক্ষা করা হতো। এখন গোটা আফ্রিকায় গবেষণাগারের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫০টি। এর মধ্যে ১২টি গবেষণাগারের মান হু'র মানদণ্ডে উত্তীর্ণ। এ পর্যন্ত মোট দেড় লাখ আফ্রিকানের ভাইরাস পরীক্ষা করা হয়েছে।

তা ছাড়া, আফ্রিকায় কোভিড-১৯ রোগীদের চিকিত্সা-সংক্রান্ত হাসপাতালে বিছানার সংখ্যা ৪৩ হাজারে উন্নীত হয়েছে। দেড় লাখ চিকিত্সক হু ও সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়েছে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040