নীতিহীন সাংবাদিকতা পরিহার করতে হবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2020-10-25 19:18:19  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের কর্মকাণ্ডের সমালোচনায় কোনো আপত্তি নেই। তবে সাংবাদিকদের কাছে তিনি দায়িত্বশীলতা আশা করেন। নীতিহীন সাংবাদিকতা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন কাম্য নয় বলে জানান প্রধানমন্ত্রী।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের অনেক রিপোর্ট দেখে ব্যবস্থা নেয়া সম্ভব হয়। আবার হলুদ সাংবাদিকতার কারণে দেশ ও জনগণের ক্ষতি হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমের জন্য কমিশন গঠন ও সম্প্রচার আইন প্রণয়নে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণে সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040