অক্টোবর ২৫: আজ (রোববার) চীনা অপেরা কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের চিঠির উত্তর দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।
চিঠিতে তিনি লিখেছেন, "কুও হান ছেং, তু চিন ফাং, শাং ছাং রুং, মান চিনফেং, ছাই চেং রেন ও লিউ সিউরুংসহ কমরেডদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের ৪ প্রজন্মের শিক্ষক ও ছাত্রছাত্রীর চিঠির মধ্য দিয়ে চীনা অপেরা কলেজের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরা হয়েছে। অপেরা শিল্পের লালন-পালনে আমি খুবই আনন্দিত। আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।"
চিঠিতে তিনি আরও লেখেন, অপেরা হচ্ছে চীনা সংস্কৃতির মূল্যবান রত্ন। অপেরা শিল্পের সমৃদ্ধি নির্ভর করে মানুষের প্রচেষ্টার ওপর। চীনা অপেরা কলেজ প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর এই নতুন সূচনা হিসেবে সার্বিকভাবে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র শিক্ষাদানের রীতিনীতি কাজে লাগাতে হবে। চীনা শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী সংস্কৃতি পালন-পালনের মাধ্যমে চীনা অপেরা ব্রত সমাজতান্ত্রিক সাংস্কৃতিক শক্তিশালী দেশ গড়ে তোলায় আরও বেশি অবদান রাখবে বলেও প্রেসিডেন্ট সি চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)