অক্টোবর ২৫: চীনে নাইট অর্থনীতি ও ডিজিটাল অর্থনীতি একে অপরকে শক্তি যোগাচ্ছে। এতে সামাজিক ভোগ বাড়ছে; বাড়ছে প্রযুক্তির ব্যবহার। গতকাল (শনিবার) চীনের নানচিংয়ে অনুষ্ঠিত 'চীনে নাইট অর্থনীতি ফোরাম—২০২০' থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিজিটাল প্রযুক্তি বিভিন্ন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখছে। ডিজিটাল অর্থনীতির সাহায্যে নাইট অর্থনীতি তার ভোক্তা বাজার ও ভোক্তা ক্ষেত্র সম্প্রসারণ করছে। পাশাপাশি, নাইট অর্থনীতির সাহায্যে ডিজিটাল অর্থনীতিও সামনে এগিয়ে যাচ্ছে।
এবারের নাইট অর্থনীতি ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: 'ডিজিটাল অর্থনীতি ও পরিবেশ সৃষ্টি করা'। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মী ওয়াং সিয়াও ফেং বলেন, নাইট অর্থনীতি হচ্ছে চীনে অভ্যন্তরীণ অর্থনৈতিক চক্রকে এগিয়ে নেয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। (ওয়াং হাইমান/আলিম/ছাই)