বন্ধুরা, শুনছিলেন আছিয়াও'র কন্ঠে 'সমুদ্র, সমুদ্র, সমুদ্র' শীর্ষক গান। ২০০৯ সালে তিনি নিজের প্রথম গান প্রকাশ করেন। ২০১০ সালের জুন মাসে তিনি ও কন্ঠশিল্পী স্যু লিয়াং দ্বৈত কন্ঠে গান গেয়েছেন। ২০১২ সালে তিনি নিজের স্টুডিও প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে তিনি নিজের প্রযোজনায় গান প্রকাশ করেন। একই বছরে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'yes, sir' শীর্ষক গান। গানটি গত সেপ্টেম্বরে নতুন প্রকাশিত হয়। তিনি গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আছিয়াও'র কন্ঠে 'yes, sir' শীর্ষক গান। ২০১৪ সালে তিনি বিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে তিনি টিভি সিরিজের থিম সংয়ে কন্ঠ দেন। একই বছরে তিনি নিজের সপ্তম অ্যালবাম প্রকাশ করেন এবং ৫টি শহরে কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তুমি হলে আমার প্রেমিকা' শীর্ষক গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। আছিয়াও গানটির কথা লিখেছেন এবং সুর রচনা করেছেন। তিনি বলেছেন, একা বেইজিংয়ে সংগীত নিয়ে কাজ করেন। তিনি নিজের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আছিয়াও'র কন্ঠে 'তুমি হলে আমার প্রেমিকা' শীর্ষক গান। ২০১৯ সালে তিনি নতুন গান প্রকাশ করেন। ১৭ অগাষ্ট তিনি চীনা বৈশিষ্ট্যময় গান প্রকাশ করেন। ২০২০ সালের ৩০ এপ্রিল তিনি নতুন গান প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি একটি পত্রিকার ওয়েবসাইটে সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। কাজ করার পাশাপাশি সংগীত রচনার চেষ্টা করতে থাকেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সীমাহীন গতি' শীর্ষক গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। তিনি ও কন্ঠশিল্পী বেনস্যি গানটিতে কণ্ঠ দিয়েছেন। আছিয়াও গানটির কথা লিখেছেন।
বন্ধুরা, শুনছিলেন আছিয়াও'র কন্ঠে 'সীমাহীন গতি' শীর্ষক গান। ২০১৮ সালে তিনি সংগীত প্রয়োজক হিসেবে কাজ শুরু করেন এবং সংগীত প্রকাশ করেছে। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তোমার সাথে দেখা হওয়ার কারণে' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। গানটি হলো একই নামের একটি টিভি সিরিজের থিম সং। তিনি কন্ঠশিল্পী চু ইউয়ান বিংয়ের সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন। গানটিতে বলা হয়েছে: যদিও কোনো কারণ নেই, তবুও আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি ভুলে যেতে পারি না। তোমার সঙ্গে দেখা করতে চাই।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন আছিয়াও ও চু ইউয়ান বিংয়ের কন্ঠে 'তোমার সাথে দেখা হওয়ার কারণে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'কাঁদতে বা হাসতে পারি না' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। এই গানটিও আছিয়াও'র নিজের লেখা গান। তিনি দুই মাস ধরে গানটি রচনা করেন। গানটিতে বলা হয়েছে: এ শহরের রাত কত সুন্দর। কয়েকটি লণ্ঠনের আলোয় আমার হৃত্স্পন্দন হয়। দরজা বন্ধ হয়, হার্টে ব্যথা লাগে। আমি কোথায় যাবো? তুমি শান্তিতে থাকো।
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)