একই দিনে বিশ্বে ভাইরাসে রেকর্ডসংখ্যক ৪.৬৫ লাখ নতুন আক্রান্ত হু
  2020-10-25 16:52:14  cri
অক্টোবর ২৫: আজ (রোববার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ইউরোপের মধ্যাঞ্চলের সময় শনিবার বিকাল ৩টা ২ মিনিট পর্যন্ত গোটা বিশ্বে একদিনে কোভিড-১৯ মহামারিতে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৪৬৫৩২২ জন। এটি বিশ্বে একদিনে নতুন আক্রান্তের সংখ্যার নতুন রেকর্ড।

হু'র পরিসংখ্যানে বলা হয়েছে, এর আগে একদিনে নতুন আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা ছিল ৪৪৯৭১৭ জন। ইউরোপের মধ্যাঞ্চলের সময় শনিবার বিকাল ৩টা ২ মিনিট পর্যন্ত গোটা বিশ্বে ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ছিল ৪২০৫৫৮৬৩ জন এবং মৃতের সংখ্যা ১১৪১৫৬৭ জন।

উল্লেখ্য, সম্প্রতি ইউরোপে মহামারি পুনরায় ছড়িয়ে পড়ছে। এটি হলো বিশ্বে নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির একটি কারণ। যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। তিন দেশের মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখেরও বেশি। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040