চীনে ছংইয়াং উত্সবের অনুষ্ঠানমালা
  2020-10-25 16:46:10  cri
অক্টোবর ২৫: প্রতিবছর চান্দ্র পঞ্জিকার নবম মাসের নবম দিনে চীনের ঐতিহ্যগত ছংইয়াং উত্সব পালিত হয়। এই দিনে চীনের আবালবৃদ্ধবনিতা পাহাড়ে উঠে চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য উপভোগ করেন, বাড়ির গেটে চুইয়ু নামক এক ধরনের সুগন্ধী গাছের পাতা ঝোলান, এবং ময়দার তৈরি এক ধরনের কেক খান। তবে বর্তমানে পাহাড়ে উঠে চন্দ্রমল্লিকা ফুলে সৌন্দর্য উপভোগ করা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধা নিবেদন করাই ছংইয়াং উত্সবের গুরুত্বপূর্ণ দু'টি রীতি।

চলতি বছরের ছংইয়াং উত্সব আজ (রোববার) তথা ২৫ অক্টোবর। এ উপলক্ষে চীনের বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শুক্রবার সিনআন শহরের দামিং প্রাসাদ সড়কের মিংইউয়ান আবাসিক এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার সবাই প্রবীণদের নিয়ে উত্সব উদযাপন করেন।

শনিবার তিন জোড়া দম্পতি শাংহাইয়ে ছংইয়াং উত্সব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। শাংহাই প্রবীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফটোগ্রাফি, ক্যালিগ্রাফি, চিত্রকর্ম, আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়।

শনিবার হ্যপেই প্রদেশের স্যিংথাই শহরের নানহ্য আবাসিক এলাকায় চিকিত্সাকেন্দ্রের চিকিত্সাকর্মীরা 'প্রবীণদের যত্ন, উষ্ণ ছংইয়াং' শীর্ষক ফ্রি ক্লিনিকের আয়োজন করেন। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040