সম্পর্কের ৬০ বছর: পরস্পরকে শুভেচ্ছা জানালেন চীন ও মালির পররাষ্ট্রমন্ত্রীদ্বয়
  2020-10-25 16:07:35  cri

অক্টোবর ২৫: চীন ও মালির কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতামন্ত্রী কামিসা কামারা পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় ওয়াং ই বলেন, মালি হল সাব-সাহারা আফ্রিকায় সবচেয়ে আগে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকারী একটি দেশ। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৬০ বছরে দু'পক্ষ সবসময় পরস্পরের প্রতি আন্তরিক থেকেছে, পরস্পরকে সাহায্য করেছে, ও আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে এসেছে। নভেল করোনাভাইরাস মহামারি প্রতিরোধের সময়েও চীন ও মালির জনগণ একসঙ্গে থেকে লড়াই করেছে ও করছে।

তিনি আরও বলেন, তাঁর দেশ চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষসম্মেলন এবং চীন-আফ্রিকা মহামারি প্রতিরোধবিষয়ক বিশেষ শীর্ষসম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করবে; চীন-মালি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক আরও উন্নত করতে সচেষ্ট থাকবে।

মালির মন্ত্রী কামিসা কামারা তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, চীন ও মালির মৈত্রী দীর্ঘদিনের। গত ৬০ বছর ধরে দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নয়ন হয়েছে; বিশ্বাস করা যায় ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। মালি অব্যাহতভাবে দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে এবং বরাবরের মতোই 'একচীন নীতি' অনুসরণ করে যাবে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040