জাতিসংঘে বহুপক্ষবাদ সমর্থনে চীনা প্রতিনিধির আহ্বান
  2020-10-25 16:07:13  cri

অক্টোবর ২৫: গতকাল (শনিবার) 'জাতিসংঘ দিবসের' অনুষ্ঠানে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন একটি ভিডিও-ভাষণে, বহুপক্ষবাদ ও জাতিসংঘকে সমর্থন করতে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে সংশ্লিষ্ট সকলে প্রতি আহ্বান জানান।

চাং চুন বলেন, চলতি বছরের 'জাতিসংঘ দিবস' অস্বাভাবিক এক সময়ে পালিত হচ্ছে। বর্তমান পৃথিবী বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে; নভেল করোনাভাইরাস মহামারি, একতরফাবাদ, সংরক্ষণবাদ ও আধিপত্যবাদের হুমকি মোকাবিলা করছে পৃথিবী। এ অবস্থায় কোন ধরনের জাতিসংঘ দরকার, তা নিয়েও ভাবছেন অনেকে।

তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর উচ্চ পর্যায়ের সম্মেলনে 'চীনা পরিকল্পনা' উত্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন: বিশ্বে শুধু একটি ব্যবস্থা ও একটি নীতি আছে, যেটি জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা ও জাতিসংঘ সনদভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের নীতি। মহামারি-পরবর্তী যুগে জাতিসংঘের উচিত ন্যায্যতা বাস্তবায়ন করা, কঠোরভাবে আইন প্রয়োগ করা, সহযোগিতা ত্বরান্বিত করা।

চাং চুন আরও বলেন, মহামারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, মানবজাতির ভাগ্য ঘনিষ্ঠভাবে সংযুক্ত। শুধু বহুপক্ষবাদ, জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে মহামারি প্রতিরোধ করা সম্ভব, আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। চীন অব্যাহতভাবে বহুপক্ষবাদ, জাতিসংঘ ও জাতিসংঘ সনদকে সমর্থন করে যাবে এবং বিভিন্ন দেশের সঙ্গে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিট প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে।

 (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040