ড: মিরাজ আহমেদের সাক্ষাত্কার
  2020-10-25 15:52:29  cri


আজকের জীবন যেমন আসরে ঊর্মির সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর মিরাজ আহমেদে। তিনি ২০১২ সালে Wuhan University of Technology বিশ্ববিদ্যালয় থেকে masters ডিগ্রি লাভ করেছেন। ২০১৫ সালে ডক্টর ডিগ্রি লাভ করেন এবং ২০১৭ সালে পোস্ট ডক্টর ডিগ্রি লাভ করেন। ২০১৮ সালে তিনি ছিংতাও ocean বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি কুয়াং তুং finance and economics বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। তিনি ২০১৯ সালে কুয়াং তুং সরকারের পক্ষ থেকে টেলেন্ট কার্ড লাভ করেন। বর্তমানে ইয়ং টেলেন্ট প্রোগ্রাম এ একই বিশ্ব বিদ্যালয়ে শিক্ষকতা করছেন কাজ করছেন তিনি চীনকে ভালবাসেন, চীনা সংস্কৃতি ভালবাসেন। চীনা রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে গুরুত্বের চোখে দেখেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীনের উন্নয়ন নিয়ে মিরাজের নিজের বিশেষ অনুভুতি রয়েছে। পাশাপাশি, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। চলুন কথা বলি তাঁর সঙ্গে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040