কোভিড-১৯ মহামারী মোকাবিলায় গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে বিভিন্ন দেশের প্রতি হু'র আহ্বান
  2020-10-24 19:30:06  cri

অক্টোবর ২৪: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৪ কোটি ১৫ লাখ ৭ হাজার ৮৮৩ জনে দাঁড়িয়েছে এবং এ পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৩৪ হাজার ৯৪০ জন। বিশ্বে একদিনে এই ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৪১৯ জন, যা একটি নতুন রেকর্ড।

এদিন হু'র মহাপরিচালক এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষ করে উত্তর গোলার্ধে পরিস্থিতি গুরুতর। অনেক দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় তিনি বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, যেসব দেশে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভ হয়েছে, সেসব দেশের উচিত আরও বেশি সচেতন থাকা। রোগীর সংখ্যা বেশি—এমন দেশের সকল জনগণকে নিজ দেশের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে হবে। জনগণের জন্য আরও সুবিধাজনক ব্যবস্থা নির্ধারণ করতে হবে, যাতে লকডাউন ব্যবস্থা এড়ানো যায়। সংশ্লিষ্ট নিয়ন্ত্রণব্যবস্থা আরও সুসংহত হওয়া উচিত। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040