বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে : শেখ হাসিনা
  2020-10-24 19:04:28  cri

রোহিঙ্গা সঙ্কটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বার্তায় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখনো দারিদ্র্য, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যায় জর্জরিত। এ সব সমস্যা সমাধানে জাতিসংঘের আওতায় সমন্বিত প্রচেষ্টা ও বৃহত্তর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন শেখ হাসিনা। বিগত ৭৫ বছরে জাতিসংঘের অনেক অর্জন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এ সময়ে স্বাধীনতার পক্ষে কাজ করার পাশাপাশি জাতিসংঘ আন্তর্জাতিক উন্নয়ন নীতির রূপদান ও সংঘাত নিরসনে সহযোগিতা করেছে এবং মানবিক উদ্যোগের মাধ্যমে লাখো মানুষের জীবন বাঁচিয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040