চীন ও রাশিয়ার সম্পর্কের উচ্চ পর্যায়ের মান ও বিশেষ বৈশিষ্ট্য রয়েছেঃ বেইজিং
  2020-10-24 19:00:43  cri

অক্টোবর ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার ভালডে আন্তর্জাতিক বিতর্ক ক্লাবের বার্ষিক সম্মেলনে চীন-রাশিয়া সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। এর মধ্য দিয়ে দু'দেশের সম্পর্কের উচ্চ পর্যায়ের মান ও বিশেষ বৈশিষ্ট্য ফুটে ওঠে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ভালডে আন্তর্জাতিক বিতর্ক ক্লাবের বার্ষিক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, সামরিক জোট গড়ে তোলার সম্ভাবনা রয়েছে রাশিয়া ও চীনের, তবে বাস্তবতা হচ্ছে দু'দেশের কৌশলগত পারস্পরিক আস্থা ও সমন্বয় ইতোমধ্যেই এক বিশেষ উচ্চ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সুতরাং, এমন ধরণের জোট দরকার নেই। এ সম্পর্কে চীনা মুখপাত্র চাও বলেন,

চীন ও রাশিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী অটুট থাকবে। দু'দেশের মাঝে সহযোগিতার পথে কোন বাধাও কোনো নেই। দু'দেশের শীর্ষনেতৃবৃন্দের কৌশলগত নেতৃত্বে চীন ও রাশিয়ার পারস্পরিক রাজনৈতিক আস্থা ও কৌশলগত সহযোগিতার মান অব্যাহতভাবে বাড়ছে। এ সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতির বিশাল পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নতুন আকারের বড় রাষ্ট্রের সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে দু'পক্ষ। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040