পম্পেওর বক্তব্য খণ্ডন করলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
  2020-10-24 15:19:50  cri

অক্টোবর ২৪: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ একাধিক কর্মকর্তা বার বার চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-কে লক্ষ্য করে অপমানসূচক বক্তব্য দিয়ে আসছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (শুক্রবার) এক সাংবাদিক সম্মেলনে সেসব বক্তব্য খণ্ডন করেন।

মুখপাত্র বলেন, চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকীতে বিশ্বের শতাধিক দেশের রাজনৈতিক দল চীনকে অভিনন্দন জানিয়েছে এবং সিপিসি সম্পর্কে ইতিবাচক ও প্রশংসাসূচক মন্তব্য করেছে। তারা মনে করে সিপিসি জাতীয় স্বাধীনতা, জনগণের মুক্তি, দেশের উন্নয়ন ও মানুষের সুখী জীবনের জন্য পরিশ্রম করে আসছে ও অনেক ত্যাগ স্বীকার করছে। সিপিসি'র নেতৃত্বে চীন শান্তিপূর্ণ উন্নয়ন ও কল্যাণমূলক সহযোগিতাকে সমর্থন করে, বিশ্বের শান্তি রক্ষা ও অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার কূটনৈতিক নীতি মেনে চলে সক্রিয়ভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে অংশ নিচ্ছে, এবং বিশ্বের উন্নয়নের জন্য অনেক অবদান রাখছে।

মুখপাত্র আরও বলেন, ন্যায়নীতিবোধ সবার মাঝেই থাকা উচিত। মার্কিন রাজনীতিবিদদের উচিত আন্তর্জাতিক সমাজের কথা শোনা এবং সিপিসির নেতৃত্বে চীনের উন্নয়ন ও অগ্রগতিকে যথাযথভাবে মূল্যায়ন করা।

(তুহিনা/আলিম/ওয়াং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040