লিয়াং ইয়ুং ছি
  2020-10-23 19:26:18  cri

লিয়াং ইয়ুং ছি, ১৯৭৬ সালের ২৫ মার্চ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন নারী কন্ঠশিল্পী ও অভিনেত্রী।

১৯৯৫ সালে লিয়াং ইয়ুং ছি আনুষ্ঠানিকভাবে তাঁর শিল্পীজীবন শুরু করেন।

১৯৯৬ সালের নভেম্বর মাসে লিয়াং ইয়ুং ছি'র প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'নিজেকে ভালোবাসা' প্রকাশিত হয়, এর মাধ্যমে সঙ্গীতমহলে পা রাখেন তিনি।

১৯৯৭ সালে লিয়াং ইয়ুং ছি'র প্রথম চীনা ভাষার অ্যালবাম 'ছোট চুল' বাজারে আসে। ২০০১ সালে লিয়াং ইয়ুং ছি নিজেই গান রচনার চেষ্টা করেন। 'ফুলের আগুন' হল তাঁর স্বরচিত প্রথম গান।

২০০৩ সালে লিয়াং ইয়ুং ছি তাঁর গাওয়া 'লম্বা মেয়ে' গানটি নিয়ে ২৫তম দশটি শ্রেষ্ঠ চীনা ভাষা গানের পুরস্কার পেয়েছেন। একই বছর তিনি হংকংয়ের দশ জন শ্রেষ্ঠ যুবকের পুরস্কারও পেয়েছেন। তিনি এই পুরস্কার লাভকারী সবচেয়ে তরুণ মানুষ।

২০০৫ সালের শেষ নাগাদ, লিয়াং ইয়ুং ছি'র আরেকটি ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'লুক' প্রকাশিত হয়।

২০০৬ সালে লিয়াং ইয়ুং ছি পৃথক পৃথকভাবে দুই অ্যালবাম 'নিজের জন্য প্রেমের গান' এবং 'বড় হওয়া ছোট চুল' প্রকাশ করেন।

২০০৭ সালে লিয়াং ইয়ুং ছি প্রথমবারের মতো চীনের মূল ভূভাগে কনসার্ট আয়োজন করেন।

২০০৮ সালে লিয়াং ইয়ুং ছি নতুন সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

২০১০ সালে লিয়াং ইয়ুং ছি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েই বোতে অ্যাকাউন্ট খোলেন। এতে তিনি রাজনীতি এবং সমাজের বিভিন্ন হট ইস্যুর ওপর গুরুত্ব দেন, দাতব্য কাজে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি সবসময় সত্য কথা বলেন, এই কারণে তাঁর ফলোওয়ারের সংখ্যা অনেক বেশি।

২০১০ সালের ডিসেম্বর মাসে লিয়াং ইয়ুং ছি বেইজিংয়ে 'বেইজিং জি রাত' নামের কনসার্ট আয়োজন করেন।

২০১৬ সালের ১৭ জানুয়ারি, লিয়াং ইয়ুং ছি চীনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন।

২০১৬ সালে লিয়াং ইয়ুংউ ছি চলচ্চিত্র 'হাড় মেয়ে'-তে অভিনয় করেন। একই বছরের ১৩ ডিসেম্বর এই চলচ্চিত্র প্রথম ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের দর্শক পুরস্কার লাভ করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040