চীনা জনগণ দৃঢ়ভাবে দেশ রক্ষা করবে: সিআরআই সম্পাদকীয়
  2020-10-23 19:18:27  cri
অক্টোবর ২৩: 'মার্কিন হামলার প্রতিরোধ এবং কোরিয়াকে সহায়তা দেওয়ার যুদ্ধ চীনের শান্তি রক্ষা করেছে, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি স্থিতিশীল করেছে, এশিয়া ও বিশ্ব শান্তি রক্ষা করেছে'। আজ (শুক্রবার) চীনের সর্বোচ্চ নেতা সি চিন পিং চীনের গণ-বাহিনীর মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন। এতে চীন দৃঢ়ভাবে দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং আঞ্চলিক, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

এই যুদ্ধের স্মৃতি রক্ষা করার মাধ্যমে বৈরিতার অবসান, ইতিহাস থেকে অভিজ্ঞতা অর্জন এবং ভালোভাবে শান্তি রক্ষা করার শিক্ষা পাওয়া যায়।

বর্তমানে শান্তি ও উন্নয়ন বিশ্বের প্রধান প্রবণতায় পরিণত হয়েছে। তবে, কিছু মার্কিন রাজনীতিক ইতিহাস থেকে কিছু শিখতে পারেন নি। তারা স্নায়ুযুদ্ধের চেতনায় একতরফাবাদ, আধিপত্যবাদ ও আত্মকেন্দ্রিক মতবাদকে সমর্থন দেন, চীনের বিরুদ্ধাচরণ করেন, চীনের বিরুদ্ধে নতুন স্নায়ুযুদ্ধ করতে চান। তারা চীনের উন্নয়নের বৈধ অধিকার কেড়ে নিতে চায়।

চীনা জনগণ শান্তি রক্ষা করে, তবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে চীন তা কোনোভাবেই সহ্য করবে না।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040