অক্টোবর ২৩: আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বলেছেন, ব্রিটেন নিজের পায়ে নিজে কুড়াল মারছে। হংকংবাসীর ব্রিটিশ জাতীয় বৈদেশিক পাসপোর্টকে 'বৈধ ভ্রমণ দলিল' স্বীকৃতি না-দেওয়ার বিষয়ে সতর্ক করেছে বেইজিং। এর আগে, সাবেক কলোনির অংশ হিসেবে হংকংয়ের ব্রিটিশ জাতীয় বৈদেশিক পাসপোর্টধারীদের বিশেষ স্বীকৃতি দেওয়ার ঘোষণা করে ব্রিটেন। এমনকি ২০২১ সালের ৩০ জানুয়ারির পরে ব্রিটেনে বসবাসের জন্য আবেদন করতে পারবে ওই পাসপোর্টের অধিকারী ব্যক্তিবর্গ।
মুখপাত্র চাও বলেন, চীন বার বার প্রাসঙ্গিক ইস্যুতে চীনের অবস্থান জানিয়েছে। কিন্তু ব্রিটেন তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে।
মুখপাত্র বলেন, ব্রিটিশ পক্ষ প্রথমে তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। চীন ব্রিটেনের জাতীয় বৈদেশিক পাসপোর্টধারীদের বৈধ ভ্রমণের দলিল হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। এ বিষয়ে চীন যথাযথ ব্যবস্থা নেবে বলে জানানো হয়।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)