জাতিসংঘে মার্কিন প্রতিনিধির অভিযোগের বিরোধিতা করেছে চীন
  2020-10-23 18:47:52  cri
অক্টোবর ২৩: জাতিসংঘে নিযুক্ত স্থায়ী মার্কিন প্রতিনিধি ক্রাফ্ট সংবাদমাধ্যমে সম্প্রতি চীন ও জাতিসংঘের সহযোগিতা নিয়ে যে অভিযোগ করেছেন, তার দৃঢ় বিরোধিতা করেছে চীন।

গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি দলের মুখপাত্র এই প্রতিবাদ জানান।

তিনি বলেন, ক্রাফ্টের বক্তব্য বাস্তবতা-বিবর্জিত সম্পূর্ণ মিথ্যাচার; যা স্নায়ুযুদ্ধের মনোভাবের প্রতিফলন।

মুখপাত্র বলেন, চীন নির্ভরযোগ্য শান্তির পক্ষ অবলম্বনকারী দেশ, চীন ন্যায়ের শক্তি ও অগ্রগতির শক্তি। জাতিসংঘকে চীনের সমর্থন আন্তর্জাতিক সমাজের অভিন্ন আকাঙ্ক্ষা ও বিভিন্ন দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ এবং জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম ফি প্রদানকারী দেশ হিসেবে চীন সবসময় দৃঢ়ভাবে জাতিসংঘকে সমর্থন দেয়, দৃঢ়ভাবে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করে।

মুখপাত্র আরও বলেন, চীন সক্রিয়ভাবে জাতিসংঘের বিভিন্ন কাজে অংশ নিয়েছে এবং নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তবে, যুক্তরাষ্ট্র অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ করে চলেছে। অথচ, নিজের সমস্যা সমাধান করতে পারছে না।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040