শান্তিপূর্ণ উন্নয়ন হলো অপ্রতিরোধ্য ঐতিহাসিক প্রবণতা: চীনের মুখপাত্র
  2020-10-23 18:42:22  cri
অক্টোবর ২৩: শুক্রবার সকালে মার্কিন আগ্রাসন প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্য দানকারী স্বেচ্ছাসেবী সেনা পাঠানোর ৭০তম বার্ষিকীর সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্মেলনে দেওয়া এক ভাষণে এই যুদ্ধের মহান বিজয় এবং এই যুদ্ধ জয়ে চীনের বিশাল অবদান ফের পর্যালোচনা করেছেন, দেশের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও একত্রীকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা তুলে ধরেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন শুক্রবার এসব কথা বলেছেন।

জনাব চাও বলেন, মার্কিন হামলা প্রতিরোধে উত্তর কোরিয়াকে সহায়তা করার যুদ্ধ জয় চীন ও বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে বিশ্ববাসীকে জানানো হয়েছে যে, কোনো দেশ যত শক্তিশালী হোক না কেন, অন্যদের ওপর আগ্রাসন চালালে তা অবশ্যই ব্যর্থ হবে।

দায়িত্বশীল দেশ হিসেবে চীন শান্তি, উন্নয়ন, ন্যায্যতা ও স্বাধীনতাসহ মানবজাতির অভিন্ন মূল্যবোধে অবিচল থাকবে বলে উল্লেখ করেন মুখপাত্র।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040