অক্টোবর ২৩: সৌদি আরবের ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যুরো গতকাল (বৃহস্পতিবার) চীনের হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এদিন গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষসম্মেলনে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যুরো হুয়াওয়ের সাথে অনলাইনে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা বিকাশের পরিকল্পনা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর লক্ষ্য হলো হুয়াওয়ের সাথে সহযোগিতার মাধ্যমে উপযুক্ত অংশীদার খুঁজে বের করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সৌদি সরকার, উদ্যোগ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে সহায়তা করা। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে নতুন অর্থনৈতিক বিকাশের কৌশল অনুসন্ধান করা হবে।
সৌদি আরব আশা করছে, হুয়াওয়ের সাথে সহযোগিতার মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় ডেটা-ভিত্তিক অর্থনীতি উন্নত হবে। সৌদি আরবের সঙ্গে সহযোগিতা করে হুয়াওয়ে প্রযুক্তিগত খাতে নতুন সুযোগ সৃষ্টির অপেক্ষা করছে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)