রাজনৈতিক উপায়ে বিতর্কিত আবে অঞ্চল সমস্যার সমাধান করতে চীনা প্রতিনিধির আহ্বান
  2020-10-23 16:06:45  cri
অক্টোবর ২৩: জাতিসংঘে চীনের উপ প্রতিনিধি তেই বিন গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিতর্কিত আবে অঞ্চলের বিষয়টি পর্যালোচনার জন্য বিভিন্ন পক্ষকে রাজনৈতিক উপায়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, রাজনৈতিক উপায়ে আবে ইস্যুর সমাধান করা হলো নিরাপত্তা পরিষদের মতৈক্য। সুদান ও দক্ষিণ সুদানের সংলাপের মাধ্যমে সমাধান পরিকল্পনায় পৌঁছানো প্রয়োজন। সুদান ও দক্ষিণ সুদান আবে সমস্যার চূড়ান্ত সমাধানের ক্ষেত্রে যে সদিচ্ছা প্রকাশ করেছে তাতে স্বীকৃতি দেয় চীন। নিরাপত্তা পরিষদের আবে ইস্যুতে সুদান ও দক্ষিণ সুদানের নেতৃত্বের ভূমিকাকে সম্মান করা, সংলাপ জোরদারে দু'পক্ষকে উত্সাহ দেওয়া এবং সরাসরি সংলাপ চালানো উচিত্।

তেই বিন আরো বলেন, আবে অঞ্চলে জাতিসংঘের নিরাপত্তা বাহিনী হলো সেখানকার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ শক্তি। চীন এতে সমর্থন দিয়ে যাবে বলে জানান তেই বিন।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040