গত বছর চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত চীনের পেটেন্ট অ্যাপ্লিকেশনের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে
অক্টোবর ২৩: ২০১৯ সালে কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত চীনের প্রকাশিত রিপোর্টের সংখ্যা ছিল ২৮.৭ হাজার এবং এই পরিমাণ ২০১৮ সালের তুলনায় ১২.৪ শতাংশ বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত বিভিন্ন শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সম্মেলনে চীনের প্রভাব অব্যাহতভাবে বেড়েছে। ২০১৯ সালে কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত চীনের পেটেন্ট অ্যাপ্লিকেশন সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায় এবং এ সংখ্যা ২০১৮ সালের তুলনায় ৫২.৪ শতাংশ বেড়েছে।
গতকাল (বৃহস্পতিবার) ২০২০ সালে পুচিয়াং সৃজনশীল ফোরামের ফলাফল নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রকাশিত 'চীনের নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের রিপোর্ট-২০২০' থেকে এসব তথ্য পাওয়া গেছে।
চীনের বেইজিং, থিয়েনচিন ও হ্যপেই, ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চল এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তম উপসাগরীয় এলাকা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের তিনটি প্রধান এলাকা হয়ে উঠেছে। এসব অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংখ্যা সারা দেশের ৮৩ শতাংশ।
(লিলি/তৌহিদ/শুয়েই)