চীন কোনদিন আধিপত্যবাদী আচরণ করবে না: সি চিন পিং
  2020-10-23 12:14:41  cri
অক্টোবর ২৩: মার্কিন আগ্রাসন প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্য দানকারী স্বেচ্ছাসেবী সেনা পাঠানো ৭০তম বার্ষিকীর সম্মেলন আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সিন চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। ভাষণে সি চিন পিং বলেন, চীন কোনোদিনই আধিপত্যবাদী আচরণ করবে না এবং সব সময় আধিপত্যবাদের রাজনীতির বিরোধিতা করে।

তিনি বলেন, চীন বরাবরই প্রতিরক্ষামূলক নীতি মেনে চলছে। চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের অধিকার লঙ্ঘন এবং চীনের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী সব অপচেষ্টার প্রতিবাদ জানায় বেইজিং।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040