মার্কিন হামলা প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধ জয়ে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষিত হয়েছে: সি চিন পিং
  2020-10-23 11:26:47  cri
অক্টোবর ২৩: 'মার্কিন হামলা প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্য দানকারী স্বেচ্ছাসেবী সেনা পাঠানোর ৭০তম বার্ষিকীর' সম্মেলন আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, এ যুদ্ধ চীনা জাতির মহান পুনরুত্থান এগিয়ে নেওয়ার একটি মাইলফলক। চীনা জনগণ আগ্রাসী হামলাকারীদের অপচেষ্টা নস্যাৎ করেছে এবং এ কারণে দেশ ও জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষা হয়েছে। এতে চীনা জনগণের বলদর্পী শক্তির সামনে অবিচল থাকা এবং লৌহ-কঠিন মনোবল প্রতিফলিত হয়েছে।

চীনা প্রেসিডেন্ট বলেছেন, এ যুদ্ধের মাধ্যমে নয়াচীন পৃথিবীতে নিজের স্থান করে নিয়েছে। এতে চীনা জনগণের বিশ্ব শান্তি রক্ষার দৃঢ় প্রতিজ্ঞা প্রতিফলিত হয় এবং চীনা সেনাবাহিনীর জয়ের জন্য জীবন উৎসর্গ করার সাহস দেখিয়েছে। এতে প্রমাণিত হয়, অন্যায়কারী শক্তিশালী হলেও সে পরাজিত হবে।

(ইয়াং/তৌহিদ/তানহোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040