অক্টোবর ২৩: 'মার্কিন আগ্রাসন প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্য দানকারী স্বেচ্ছাসেবী সেনা পাঠানোর ৭০তম বার্ষিকীর' সম্মেলন আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, প্রবীণ প্রজন্মের বিপ্লবীদের আন্তর্জাতিক ন্যায়, বিশ্ব শান্তি রক্ষা ও নয়াচীন প্রতিষ্ঠায় রাখা অবদান এবং মার্কিন আগ্রাসন প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধে নিহত শহীদের কথা সব সময় চীনের মানুষ মনে রাখবে।
চীনের কমিউনিস্ট পার্টি, জাতীয় পরিষদ ও কেন্দ্রীয় সামরিক কমিটির পক্ষ থেকে তিনি স্বেচ্ছাসেবী সেনাদের মধ্যে আহত ও এখনো বেঁচে থাকা সৈনিকদের সম্ভাষণ ও শ্রদ্ধা জানান এবং বিশ্বের সব শান্তিপ্রিয় দেশ ও জনগণ এবং বন্ধুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তির সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি চীন-উত্তর কোরিয়া মৈত্রীর উচ্চ প্রশংসা করেন।
(ইয়াং/তৌহিদ/তানহোং)