তিনি বলেন, ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হচ্ছে। চীনের অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশীল রয়েছে। আর্থিক কাঠামো অব্যাহতভাবে সুসংহত হচ্ছে। কৃষির আধুনিকায়ন স্থিতিশীলভাবে বাড়ছে।
সম্মেলনে জোর দিয়ে বলা হয়, চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার সময় চীন উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করবে।
(শুয়েই/তৌহিদ)