করোনাভাইরাসের টিকা গবেষণায় চীন অগ্রসর দেশ। চীনের চারটি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে এবং চীনের যথেষ্ট টিকা তৈরির সামর্থ্য আছে। এ অবস্থায় কোভ্যাক্স পরিকল্পনায় অংশ নেওয়ার ক্ষেত্রে চীনের উদ্দেশ্য হল- বিশ্বের টিকার ন্যায়সঙ্গত বিতরণ জোরদার করা, উন্নয়নশীল দেশের টিকা পাওয়া নিশ্চিত করা এবং আরো বেশি দেশকে এতে যোগ দিতে উত্সাহিত করা। সারা বিশ্ব করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। এ অবস্থায় চীন গোটা বিশ্বকে জানাতে চায়, টিকাকে বিশ্বের গণপণ্যে পরিণত করা এবং টিকার গ্রহণযোগ্যতা বাড়াতে চীন নিজের প্রতিশ্রুতি পূরণ করছে।
তবে এক্ষেত্রে বিশ্বের একমাত্র 'সুপার পাওয়ার' দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে গেছে এবং টিকার সহযোগিতা প্রকল্পে অংশ নিতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্রের একতরফাবাদ বিশ্বের করোনাভাইরাস প্রতিরোধের সহযোগিতা নষ্ট করেছে; আন্তর্জাতিক সমাজ এর তীব্র নিন্দা জানায়।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)