অক্টোবর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানায়, কানাডার অনেক মিডল স্কুল ও বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে সংযুক্ত রয়েছে। তারা জানায় যে, এই অংশীদারিত্বের সম্পর্ক পুনরায় মূল্যায়নের কোন কারণ নেই।
মুখপাত্র চাও লি চিয়েন আরও বলেন, কানাডার শিক্ষাবিদরা সত্যতার ক্ষেত্রে সাড়া দিয়েছেন। কনফুসিয়াস ইনস্টিটিউট হলো একটি সেতু ও যোগাযোগের মাধ্যম, যা সারা বিশ্বের মানুষকে চীনা ভাষা শিখতে, চীন সম্পর্কে বুঝতে এবং চীন ও অন্যান্য দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে সহায়ক। চীন ও কানাডার মধ্যে কনফুসিয়াস ইনস্টিটিউট নির্মাণ কানাডিয়ানদের চীনা ভাষা শেখা এবং চীনকে বোঝার জন্য সহায়ক এবং স্থানীয়রা একে স্বাগত জানায়। আশা করা যায়, কানাডার সর্বস্তরের মানুষ চীন ও কানাডার মধ্যে শিক্ষা বিনিময় প্রকল্পগুলো ইতিবাচকভাবে গ্রহণ করবে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)