মুখপাত্র বলেন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি 'এক চীন নীতি' এবং 'চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইশতাহারের' গুরুতর লঙ্ঘন। যা চীনের অভ্যন্তরীণ ব্যাপারের গুরুতর হস্তক্ষেপ, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং স্বার্থের জন্য ক্ষতিকর। এটি তথাকথিত স্বাধীন তাইওয়ান দাবিদারদের মারাত্মক ভুল বার্তা দিয়েছে, চীন-মার্কিন সম্পর্ক এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করেছে।
চাও জোর দিয়ে বলেন, চীন এর দৃঢ় বিরোধিতা করে। চীন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র বিক্রি, সামরিক যোগাযোগ বন্ধ করা এবং সংশ্লিষ্ট পরিকল্পনাগুলো বাতিল করার তাগিদ দেয়। চীন পরিস্থিতি উন্নয়নের জন্য যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন মুখপাত্র।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)