শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং ওয়েন বিন জানান, বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের টেলিযোগাযোগ ব্যবসার পরিমাণ ১৮.৬ শতাংশ বেড়েছে। স্থাবর সম্পত্তিতে পুঁজি বিনিয়োগ ১৬.৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে ৫জি খাতে পুঁজি বিনিয়োগ মোট বিনিয়োগের ৩৮.২ শতাংশ। ৫জি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটি।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)