অক্টোবর ২২: গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রে ছয়টি চীনা সংবাদমাধ্যমকে 'বিদেশি মিশন' হিসাবে তালিকাভুক্ত করেছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, চীনা মিডিয়া ও সাংবাদিকদের রাজনৈতিকভাবে দমন এবং তাদের ওপর কলঙ্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চীন যথাযথ ও প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে।
মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা মিডিয়ার উপর অযৌক্তিকভাবে বিধিনিষেধ আরোপ করেছে, অযৌক্তিকভাবে অসুবিধা সৃষ্টি করেছে এবং ক্রমাগত চীনা গণমাধ্যমের বিরুদ্ধে বৈষম্য এবং রাজনৈতিক দমনপীড়ন বাড়িয়ে তুলেছে। চীন দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক পদক্ষেপের বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রের প্রাসঙ্গিক পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। চীনা সংবাদমাধ্যমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চীনা মিডিয়ার সুনাম ও চিত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং চীনা মিডিয়ার স্বাভাবিক কার্যক্রমে মারাত্মকভাবে হস্তক্ষেপ করেছে।
এটি যুক্তরাষ্ট্রের প্রচারিত সংবাদমাধ্যমের তথাকথিত স্বাধীনতার মিথ্যা মুখোশ উন্মোচিত করেছে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)