চীনা মুখপাত্র বলেন, 'প্রিজম' পরিকল্পনার আওতায় বিশ্বের বৃহত্তম সাইবার তথ্য-সংক্রান্ত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। অথচ দেশটি অন্য দেশের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করে; যা খুব হাস্যকর ব্যাপার। এনএসএ বহু বছর ধরে বিশ্বের নানা দেশে সাইবার হামলা ও তথ্য চুরি করে আসছে, নিজের মিত্র দেশও তাদের এ তত্পরতার শিকার। এনএসএ'র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বলেছিলেন, এনএসএ বিশ্বের সবচেয়ে খারাপ অপরাধী সংস্থা।
মুখপাত্র আরো বলেন, গত মার্চে ৩৬০ কোম্পানির প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, মার্কিন সংস্থা এপিটি-সি-৩৯ চীনের মহাকাশ অভিযান, গবেষণা সংস্থা, তেল শিল্প ও আইটি কোম্পানি থেকে ১১ বছর ধরে তথ্য চুরি করে আসছে।
(ইয়াং/তৌহিদ/তান)