'হ্যাকারের সাম্রাজ্য' যুক্তরাষ্ট্রকে অন্য দেশের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ বন্ধ করতে হবে: চীনা মুখপাত্র
  2020-10-22 16:12:48  cri
অক্টোবর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বুধবার) চীনা নেটওয়ার্কের নিরাপত্তার হুমকি সৃষ্টি করায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এনএসএ'র অভিযোগ সম্পর্কে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মিথ্যা কথা হাজার বার বললেও সত্য হবে না। যুক্তরাষ্ট্রের মত 'হ্যাকার সাম্রাজ্যকে' অন্য দেশের বিরুদ্ধে তথ্য নিরাপত্তার অভিযোগ বন্ধ করতে হবে।

চীনা মুখপাত্র বলেন, 'প্রিজম' পরিকল্পনার আওতায় বিশ্বের বৃহত্তম সাইবার তথ্য-সংক্রান্ত চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। অথচ দেশটি অন্য দেশের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করে; যা খুব হাস্যকর ব্যাপার। এনএসএ বহু বছর ধরে বিশ্বের নানা দেশে সাইবার হামলা ও তথ্য চুরি করে আসছে, নিজের মিত্র দেশও তাদের এ তত্পরতার শিকার। এনএসএ'র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বলেছিলেন, এনএসএ বিশ্বের সবচেয়ে খারাপ অপরাধী সংস্থা।

মুখপাত্র আরো বলেন, গত মার্চে ৩৬০ কোম্পানির প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, মার্কিন সংস্থা এপিটি-সি-৩৯ চীনের মহাকাশ অভিযান, গবেষণা সংস্থা, তেল শিল্প ও আইটি কোম্পানি থেকে ১১ বছর ধরে তথ্য চুরি করে আসছে।

(ইয়াং/তৌহিদ/তান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040