যুক্তরাষ্ট্রের প্রতিরোধে উত্তর কোরিয়াকে সহায়তাকারী স্বেচ্ছাসেবী সেনা পাঠানোর ৭০তম বার্ষিকীর' স্মরণে পদক বিতরণ
  2020-10-22 16:11:30  cri
অক্টোবর ২২: আজ (বৃহস্পতিবার) 'যুক্তরাষ্ট্র প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্য দান স্বেচ্ছাসেবী সেনা পাঠানোর ৭০তম বার্ষিকী'। এ উপলক্ষ্যে চীনে অংশগ্রহণকারী সেনাদের স্মরণে বিশেষ পদক বিতরণ করা হয়।

এ পদক বিতরণের মাধ্যমে চীনা বাহিনীর শান্তি রক্ষা ও আগ্রাসন প্রতিরোধে ন্যায়সঙ্গত যুদ্ধের চেতনা স্মরণ করা হয়। এ চেতনা সবসময় চীনা জনগণের অমূল্য সম্পদ। এতে চীনা জনগণের শত্রুদের বিরুদ্ধে নির্ভীক, বিশ্ব শান্তি রক্ষা ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের সংকল্প প্রতিফলিত হয়েছে।

(ইয়াং/তৌহিদ/তানহোং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040