চীনের সিনচিয়াংয়ে সংখ্যালঘু জাতির কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশিত
  2020-10-22 14:04:40  cri
অক্টোবর ২২: সাম্প্রতিক বছরগুলোতে কিছু পশ্চিমা দেশের থিংকট্যাংক চীনের সিনচিয়াংয়ে ব্যাপক আকারে বাধ্যতামূলক কর্মসংস্থানের বিষয়ে অভিযোগ করেছে। এ বিষয়ে সিনচিয়াংয়ের উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের আমন্ত্রণে বেশ কিছু বিশেষজ্ঞ ও পণ্ডিত সিনচিয়াংয়ের কর্মসংস্থান নিয়ে এক জরিপে অংশগ্রহণ করেছেন। গোটা সিনচিয়াংয়ের অনেক স্থানের ৭০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান, কৃষি সমবায় ও ব্যক্তিগত দোকানপাটের আট শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও ব্যক্তি'র সঙ্গে আলোচনা করে বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ মনে করেন, সিনচিয়াং ও অন্যান্য প্রদেশের সরকার এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান অঞ্চলটির উইঘুরসহ অন্যান্য সংখ্যালঘু জাতির মানুষের কর্মসংস্থান খাতে অনেক সাহায্য করেছে। উইঘুর জাতির মানুষের কর্মসংস্থান ও উন্নয়নসহ নানা মৌলিক অধিকার রক্ষায় নানা ব্যবস্থাও গ্রহণ করেছে সংশ্লিষ্ট বিভাগ। পশ্চিমা দেশগুলোর অভিযোগ অযৌক্তিক বলে তারা মনে করেন।

তারা এ জরিপ থেকে জানতে পেরেছে, উইঘুর-সহ অন্যান্য সংখ্যালঘু জাতির মানুষ কাজ করতে আগ্রহী। তারা কর্মসংস্থান খাতে সরকারি সাহায্য প্রত্যাশা করেন। এদিকে সিনচিয়াং সরকারও কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেয়। কর্মসংস্থান বৃদ্ধি ও সংখ্যালঘু জাতির মানুষের যথাযথ কর্মসংস্থান তৈরিতে সাহায্য করতে চায় স্থানীয় সরকার।

জরিপে আরও বলা হয়, ১৯৯৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রথমবারের মতো 'মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের' উদ্যোগ গ্রহণ করে। সিনচিয়াং অঞ্চলের সংখ্যালঘু জাতির মানুষের সর্বাধিক মর্যাদাপূর্ণ কর্মসংস্থান বাস্তবায়ন করা হয়েছে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040