যুদ্ধের বীরদের শ্রদ্ধা জানানো উচিত: সি চিন পিং
  2020-10-21 19:40:08  cri
অক্টোবর ২১: যুদ্ধের বীরদের শ্রদ্ধা জানানো উচিত বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের স্বেচ্ছাসেবক গণ-বাহিনীর মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধ জয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি সিছুয়ান প্রদেশের যুদ্ধে আহত ও প্রতিবন্ধী সেনানিবাসের সবাইকে চিঠির জবাবে এ কথা বলেছেন।

চিঠির জবাবে সি চিন পিং বলেছেন, মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধের মাধ্যমে চীনা গণবাহিনী দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চীনের কমিউনিস্ট পার্টি ও জনগণ তাদের অবদান ভুলবে না। গোটা সমাজের উচিত তাদেরকে শ্রদ্ধা করা।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040